চতুর্দশীর রাত ✒️✒️ সরমা দেবদত্ত
চতুর্দশীর রাত
সরমা দেবদত্ত
সারা বছর শুনিয়ে গেলাম
শুধুই বারমাস্যা
এবার না হয় একটু লিখি
ভীষণ অমাবস্যা
সেদিন যখন বাজার থেকে
ফিরছি বাড়ির পথে
সময়টা ঠিক ন টা হবে
চতুর্দশীর রাতে
রাত নির্জন পথ শুনশান
শুনছি হঠাৎ গান
নাকি সুরে চন্দ্রবিন্দুর
হরেক রকম তান
ভয় পেয়ে যেই একটি লাফে
পালিয়ে গেলাম দূরে
পেছন থেকে কেউ যেন ফের
টানলো চুল ধরে
মনে মনে জপ করছি
শুধু রামনাম
শরীর বেয়ে দরদরিয়ে
পড়ছে শুধু ঘাম
বুক ধুকপুক কাঁপছে হাঁটু
বন্ধ চোখের পাতা
মাথার ভিতর ঘুরছে শুধু
ভুতের গল্প যা-তা
চোখ খুলতেই সামনে দেখি
দাঁত কেলিয়ে নটে
এসব ভণ্ডামি তাহলে
তোরই ছিল বটে 🙄🙄