ছিঁচকে খেলা ✒️✒️ গীতশ্রী সিনহা
ছিঁচকে খেলা
গীতশ্রী সিনহা
প্রশ্ন এখন একটাই , স্বপ্ন নিজে দেখবো
না অন্য কেউ দেখালে তবেই স্বপ্ন দেখবো !
স্বপ্ন দেখানোর খেলা এখন বিস্তর … তীব্র ধাবমান
স্বপ্নের ঘোর কাটতে দেখি আস্ত আকাশ বিপর্যস্ত প্রতিবাদের হুংকার তোলে ——
ফলন্ত ধানের জমিতে পুলিশের বুটের দাপাদাপি,
রক্তাক্ত লাশ…
ফলনের জমিতে
বিষাক্ত কাঁদানে গ্যাসের অন্ধকার , লাঠিতে লাঠিতে
রক্তের আশমান …
খিদের মিছিল, হত্যা -আত্মহত্যার মিছিল ,
অনাহার ও অপুষ্টির মিছিল ,
সে মিছিলে আমাদের অতি চেনা জানা কোনও
রক্ত পতাকা নেই —–
বিশ্বাস কল্পনা স্বপ্ন পথেঘাটে উদোম নৃত্য প্রদর্শনীর সুড়সুড়ি নোখের ডগায় …
আছে … আছে… ভালোবাসা বা প্রেম যে-নামেই ডাকো তাকে, তার খোলস আছে ! এখন তো প্রেম দৌড়ে বেড়ায় ডালে ডালে পাতায় পাতায় ফুলের মতো রংবেরঙের ফেস্টুনের আকারে !
হা হা, হাসি পায় যখন বলতে শুনি ! … ” অনেক লম্বা হাত, পকেট ভর্তি মালকড়ি, বোকাসোকা মানুষ সহজেই লটকে যাবে “…
এই শোনো, ” তোমাকে না ছাড়লাম ! ভালো মানুষের জায়গা নেই ! তোমার থেকে যা পাওয়ার নিংড়ে নিয়েছি, এ-ই টুকু তো দৌড় তোমার “!
বাঃ চমৎকার ! আব্রু টুকু অবলীলায় খুলতে শিখেছে , সিঁড়ি তৈরির কারখানার কর্মশালা, দ্রব্য প্রস্তুতি চলছে হাতেগরম… রক্তমাখা সময়ের গায়ে আঁচড়ের দাগগুলি আরও বলিষ্ঠ হয়েছে তীব্র লোভের খিদের ফাঁদে … বালিকা-সাজা মধ্যবয়েসী ফ্যাশান শো-র সার্কাস !
” এবার তোমরা দ্যাখো , সাধারণ মানুষ আর আমাকে ছুঁতে পারবে না… আমি বিখ্যাত জনপ্রিয় ব্যানারের নীচে হোলিউৎসব বানাচ্ছি… ”
হঠাৎ প্রকান্ড ঝনঝন শব্দে একত্রিত হলো দর্শক শ্রোতা, চমক লাগে দেখে, ট্যাবলেট – খাওয়া রুগ্ন নগ্ন পায়ে সিঁড়ি বেয়ে নিরস্ত্র কঙ্কালের পথে নামা ছবি নির্বান্ধব একাকী পাহাড়তলির গুহার অন্ধকারে…
কোনো এক ক্ষয়ে যাওয়া আশ্রয়ের দিকে…প্রান্তিক ভোগ শেষে অপূর্ণ নির্মাণ থেকে উঠে আসে ………….