আমার দুর্গা… তবে রবীন্দ্রনাথের মতো নয় ✒️✒️ শান্তময় গোস্বামী
আমার দুর্গা… তবে রবীন্দ্রনাথের মতো নয়
শান্তময় গোস্বামী
হঠাৎ-ই দেখা। তবে রবীন্দ্রনাথের মতো নয়—
রেলগাড়ির কোন প্রশ্নই আসে না
লালরঙের শাড়ি, বলতে গেলে সেটা তেমন কিছু নয়…
কেবল হঠাৎ দেখা হওয়াটা রবীন্দ্রনাথের সেই কবিতার মতো।
নীল আকাশের নীচে, মেঘ ধোওয়া পথের ধারে
তোমার সঙ্গে দেখা হওয়ায় মনে হলো
সামান্য রূপের তীব্রতারও এক সরলতা আছে।
সেই সরলতাটুকুই মনে পরিয়ে দেয় শারদ মা উমার কথা
আঙুল তুলে ডাকা নেই, পুরোনো কোন স্মৃতি নেই
কেবল বিভোল বালিকার ছন্দ তুলে… চলে যাওয়া তো আছে
দিনের আলোর গভীরে ডুবে থাকা, নীল আকাশ, কাশফুলের উপমা নেই
হাহাকার নেই, বেদনা নেই, কেবল হঠাৎ দেখার মুগ্ধতা আছে।
তোমায় নিয়ে রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে
অনাদি কাকা… মনে আছে? ভীষণ গরীব কিন্তু হাসিমুখ
নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখ… মূর্তি গড়েন
সেবার তোমায় ডেকে আগমনীর গান শোনালেন… মনে আছে?
অনাদি কাকার টালির এলো ঘরে তুমি এলে সেবার… সকলের দুর্গা হয়ে।
গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম তোমাদের…
নদীর ধার জুড়ে নাবাল জমিতে যেন কাশফুলে সাদা মেঘের ডাক
দেহাতি ঢঙে লালপেড়ে শাড়িতে সেদিন আমার দুর্গা হয়েছিলে
রাত ফুরোনো ভোরের আকাশে তখন মহালয়ার সুর
মুখ দেখলাম আমার দুর্গার, চোখ আঁকা শেষ হলো এইমাত্র
কিন্তু একি! প্রতিমার মুখ জুড়ে শুধু তোমার মুখ ভাসে।
মন বলে দেবীর বোধন হবে, জেগে উঠবে আমার দুর্গা
শুধু হবে না ভাসান … ভাসান হবে না!