***বাঁধন খুলে দাও**(পর্ব-২২)** অবহেলিত প্রেম *
*********বাঁধন খুলে দাও***********
********(পর্ব-২২)*********
*********অবহেলিত প্রেম**********
আমার ইচ্ছেরা তখনো নতুন সকালের রুদ্ধশ্বাস প্রতিক্ষায়!!
আমার খরস্রোতা আবেগ বছরের পর বছর পার করেছে হাজার হাজার পাহাড়-পর্বত-পর্বত থেকে জনসমুদ্র।
আজো সেই নির্জন পথে সে দুদণ্ড শান্তির আশায় আশ্রিত কোন মহর্ষির যজ্ঞ কুণ্ডে।
যেখানে আপাদমস্তক না নর না নারী,
শুধুমাত্র মানুষ হওয়ার তপস্যায় মগ্ন আমার আপন সত্ত্বা।
বিবেকের সিঁড়ি বেয়ে একদিন সে উঠবেই ………
চূড়ান্ত মানবিক সীমান্তে।
আগুনের স্পর্শে যে পারেনি নিজেকে করে নিতে সম্পূর্ণ খাঁটি!
সেও স্বপ্ন দেখে কাল্পনিক পৃথিবীর।
আরো একটা বিশ্বযুদ্ধ হোক শুধু মানবিক প্রেমের জন্য,
অস্ত্র নিক্ষেপ হোক সহনশীলতার!
তুমি আমি হাতে হাত রেখে-
আগামী প্রজন্মের জন্য রেখে যাব চিরন্তন প্রেমের প্রতিশ্রুতি।
জন্মান্তরে যদি আবার ফিরতে হয় কখনো!
সেই সে দিনের কথা ভেবে ভুলে যাব সব অবিচার,
আজকের স্বপ্ন নয়তো কোনদিন দেখবে না
বাস্তবের আবীর রাঙা বসন্ত!
কবির কলমে ফুটবে না অনুভূতিময় কোন প্রেমের কবিতা।