অপেক্ষায় ✒️✒️ গীতশ্রী সিনহা
অপেক্ষায়
গীতশ্রী সিনহা
‘ রক্ত মাখা লাশ ‘ আর ‘ নিথর খন্ড চিহ্ন ‘ গল্প শুনিয়ে
উসকানিতে জটপাকানো আমিত্বের আগুনের ফুলকি
দেখিয়ে এক ব্যতিক্রমী কবি, অবশেষে…
আপনিও সুনীল, সমরেশে হোঁচট খেলেন !
দুর্দান্ত শুরুটা করে লাট খেতে খেতে
গোঁত্তাটা দিয়ে বলে ফেললেন, ‘ ভোঃ কাট্টা ‘!
প্রতিবাদী কন্ঠ — ‘ এবার তোমাকে বিদায় । ‘
আর তখনই …
লাটাইয়ের মানবতাবাদী সুতোগুলো
লুট হয়ে যাবে সময়ের ব্যবধানে …
অপেক্ষমান ইমান ইনসাফকার রায় আর
বেরোবে না জেনে ‘ ঝাঁপ দাও, আস্তাবলে ‘,
স্তাবকেরা ঘেরাটোপে পরিবেশন করে গরম পানীয়,
পাঞ্জাবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকে
বিদেশি সুগন্ধি…
পাশে বসে বৃহন্নলা নারীসুখ দেবে
জড়িয়ে তোমাকে আশ্লেষে, তার ছোঁয়ায়
দৃঢ় থেকে পুরুষাঙ্গ শিথিল হয়ে পড়ে !
এই সুখ চেয়েছিলে বুঝি ! গভীর অসুখে
নিমজ্জিত কবিকুল কবে
সমস্বরে বলে উঠবে ‘ আর নয় ,
অক্সিজেন চাই সমগ্র চেতনায় ! ‘
অপেক্ষায় থাকি… শব্দবিদ কোবিদ।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.