#পুনর্জন্ম ✒️✒️ কলমে : গীতালি
#পুনর্জন্ম
কলমে : গীতালি
৬. আরোগ্য healing :
“একক বা স্বতন্ত্র আত্মা কখনও ভঙ্গুর হয় না এবং দ্রবণীয় হয় না, জ্বলে না বা ভাঙে না। সে চিরন্তন এবং চিরপরিব্যাপ্ত থাকে। সে অপরিবর্তনীয় এবং সনাতন”—- ভাগবত গীতা ২.২৪
পুনর্দেহধারণের দ্বিতীয় স্তর হল আত্মার আরোগ্য লাভ। এই সময় আত্মা তার পূর্ব জীবন থেকে কিছু দুঃখ, শোকাবহ অভিজ্ঞতা, কোনো অনুশোচনাময় স্মৃতি ইত্যাদির মধ্য দিয়ে যায়… একে বলা হয় ‘আলোর ঝর্ণা’ ( shower of light )। এটি আত্মার মূল রূপের স্পন্দনকে পুনর্নবীকরণ করে ও পুনর্জাগ্রত করে। কিন্তু এও ঠিক যে সকল আত্মারই এই আলোর ঝর্ণার প্রয়োজন হয় না। এই স্তরে পূর্ব জীবনের সকল সম্পর্ক থেকে আত্মা বিচ্ছিন্ন হতে শুরু করে, এবং পরের জীবনে যাত্রার প্রস্তুতি শুরু হয়ে যায়। এটিই হল আত্মার দেহান্তরে যাত্রাকালীন আরোগ্যলাভ পর্ব।……..(চলবে)