‘মেয়েমানুষ’ ✒️✒️ সোমা ঘোষ 🍁

‘মেয়েমানুষ’

সোমা ঘোষ 🍁
********
নিদ্রাহীন, দাউ দাউ করে জ্বলতে থাকা অনুভূতির আগুন চোখে নিয়ে রাত ভোর হয় তাঁর ,
কেইবা রাখে তার খবর!
কেউ টের পায়নি কতটা চিৎকার তার বুকের ভেতর গুমরে মরছে
কেউ টের পায়না একটা জীবন্ত আগ্নেয়গিরি বুকের ভেতর পুষছে সে।
উফ্ কি উত্তাপ তার ,
শরীর পুড়ে ছাই হচ্ছে ।
আর মন? বরফকুচি?

নাহ্ , ক্লান্ত হলে চলবে না ,
মুখোশ পরো,
রঙিন অভিনয়ে ঢেকে দাও সব কালশিটে দাগ।
অবহেলা, অপমান, লাঞ্ছনা মুছে ফেলে
তুমি জেগে ওঠো , সেজে ওঠো
তুমি সর্বদা জেগেই থাকো ।
মেয়েমানুষ হয়ে, শরীর হয়ে ….
মেয়ে’মানুষ’টা কে ছাইচাপা দাও
জেগে থাকো ‘মেয়েমানুষ’ হয়ে ।
‘তাঁদের অধর্মের’ বোঝা বইতে হবে তোমায় , এটাই তোমার ধর্ম তুমি কি ভুলে গেছো ?
বাবা মা , শিখিয়ে পড়িয়ে দান করেছিল তোমায় কেন জানো না ?
লক্ষ্মী হতে হবে , নয়তো নরকে জায়গা হবে তোমার। ‘তাঁদের কর্ম’ …. তোমার ফল ।
তোমার ব্যথা লাগতে নেই , তোমার যন্ত্রনা হতে নেই ,
তবে যে তোমার ‘মানুষ’ অন্য শরীর খুঁজবে!
ব্যর্থ মেয়েমানুষের যে কোন জায়গা নেই গোটা গ্রহে!
মেয়েমানুষের নিজের কোন দেশ নেই , শহর নেই,
নেই এক টুকরো জমিও।
শুধু আছে নরম পাপড়ির মতো একটা শরীর।
তোমার একটাই পরিচয় তুমি ‘মেয়েমানুষ’,
প্রয়োজনীয় প্রিয় বস্তু বিশেষ।
বস্তু, আঘাতে খান খান হয়ে যায় ,
ব্যথা লাগে না রক্ত বের হয় না জানো না বুঝি ?

তোমার নিরাভরণ একফালি শরীর দেখে
পুরুষের শরীর জেগে ওঠবে
তোমার বুক, কোমর , চুলের ঢেউয়ে ডুবতে চাইবে শিক্ষা,অশিক্ষা, আভিজাত্য,দৈন্যতা।
তোমার চোখের কাজল থেকে কালি নিয়ে কতো কবির কাব্য আকাশ ছোঁয়া সাফল্য পাবে,
তোমার শরীরের প্রতিটা ভাজের গভীরতা ফুটিয়ে তুলে শিল্পীর তুলি বিখ্যাত হবে,
তোমার গর্ভে জন্ম নেবে সর্বশ্রেষ্ঠ তম মানুষ,
তবুও তুমি শুধু অবলা ‘মেয়েমানুষ’।

তোমার রক্তাক্ত শরীরে জোৎস্না ম্লান হয়,
তোমার নীরব চিৎকার অন্ধকারকেও লজ্জা দেয়,
তোমার গভীর অপমানে চাড়াগাছ গুলো দুর্বল হয়ে পরে , আগামী অনিশ্চিত ।
তবুও তুমি মানুষ হবার অধিকার পাবে না
তুমি যে ‘মেয়েমানুষ’
প্রয়োজনীয় প্রিয় বস্তু বিশেষ!
© সোমা ঘোষ 🍁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *