দুর্নীতির দুর্গ ✒️✒️ দুলাল কাটারী
দুর্নীতির দুর্গ
দুলাল কাটারী
এটাই তো লুঠেরা,সিন্ডিকেট, তোলাবাজদের স্বর্গ।
রাষ্ট্রের যোনি থেকে প্রস্রবিত হচ্ছে দুর্নীতির দুর্গন্ধ ভরা কালো রক্ত …
তবুও, ওরা’ই রাষ্ট্রের ভক্ত,
ওরা’ই নাকি রাষ্ট্রবাদী
রাষ্ট্র সেবা’ই ওদের কর্ম।
সাধু সাজে, ভোট ভিক্ষা মাগে
খুনের রক্ত মাখা হাতে জোড়হাত করে থাকে সারাক্ষণ।
এদিকে,
থই থই চোখের পাতায় ভেসে ওঠে জীবন গড়ার স্বপ্ন,
ভেসে ওঠে যোগ্যতা বিক্রি হয়ে যাওয়ার কালক্ষণ…
বুক চিতিয়ে লড়ছে তবুও, যোগ্যতা অর্জন’ই লক্ষ্য।
রাস্তায় পড়ে মার খেয়েছে, করেনি কতকাল ভক্ষণ…
কত-শত শাসকের পতন দেখেছি আমি,
দেখেছি অনেক সূর্যোদয়,
ইতিহাসের পাতায় দেখেছি
-এ পৃথিবী কারো একার নয়!
তবে… তবে…
আমি যে তিনটি কবর খুলে শত-সহস্র বছর অপেক্ষা করছি
একটি তে থাকবে দুর্নীতিবাজ রাজনীতিক,
অপরটি তে থাকবে ভণ্ড ধার্মিক
আর
একটি তে থাকবে তোমার-আমার ছলনাময় প্রেম…
আমার এই আশা কী পূরণ হবার নয়!!