শরৎ এলেই ✒️✒️ মধুমিতা ধর
শরৎ এলেই
মধুমিতা ধর
চারিদিকে ফের পুজো পুজো রোদ্দুর
প্যান্ডেল হবে,পথ জুড়ে রাখা বাঁশ
শরৎ মানেই প্রকৃতিতে আগমনী
চামরের মত আরতি করছে কাশ।
বর্ষা নিজেকে গুটিয়ে নিয়েছে বলে
শরতের মেঘে জ্যোৎস্নার মত সুখ
মায়ের পায়ের নুপূরের রুনুঝুনু
ক্যানভাস জোড়া উপচানো হাসি মুখ।
অভাগার ঘরে সব ভরা ভরা হোক
তোর কাছে মাগো, এমনিই করছি দাবি
শরৎ কে বড় আপনার মনে হয়
মা এসেছে ঘরে,এমনটাই তো ভাবি।
চারিদিকে শুধু অনাচারের ক্লেদ
তারই মাঝে আজো কিছু পদ্মও ফোটে
কেউ বা চোখের জলেই পুজো করে
কেউ ঠকে যায়,কেউবা মুনাফা লোটে।
শহরেতে চোখ ধাঁধানো আলোর বন্যা
ঢ্যাম কুড়াকুড় ঢাকের বাদ্যি ওঠে
গরীব গুর্বো মানুষ গুলোর পুজোয়-
সারা বছরের মত নুনভাতই জোটে।
শরৎ এলেই কাউন্ট ডাউনের শুরু
দিনরাত্রিরা নিয়মের বেড়া ভাঙে
বেহায়ার মত সব কিছু চেয়ে বসি
মায়ের কাছে ‘দিল’ বড় বেশী ‘মাঙ্গে’।
নিকোনো উঠোনে শিউলির আল্পনা
রাত জাগা চোখে স্বপ্নেরা দাবিদার
মহালয়া ভোরে কে যেন নেড়েছে কড়া
কখন কে জানে রাত হয়ে গেছে পার।
খড়মাটি দিয়ে মাকে আমরাই গড়ি
রঙতুলি দিয়ে এঁকে দিই নাক চোখ
তবু নতজানু হয়ে তোরই কাছে ভিখ মাগি
তোর স্নেহরসে ভাসুক মর্ত্যলোক।