ভালোবাসা / বাণী চন্দ দেব
ভালোবাসা / বাণী চন্দ দেব
**************************
হৃদয়ে যখন ভালোবাসার তান বেজে ওঠে –
দুহাত দিয়ে ছুঁতে পারো ঘাসফুলেরও মন,
অলেখা নিয়মে ফুটে থাকা ছোট্ট হলদে স্বরূপ,
আহা! অন্তরে থইথই ঝর্ণার নিঃশব্দ পতন
সে ঝর্ণাকে তুমি দেখাতে পারো কি?
হয়তোবা শিশুর অবোধ মুখ
মনের জমিতে কেমন ঝলমলে রোদ এঁকে দেয়
বলো সে রোদ তুমি বিক্রি করতে পারো কি?
কিংবা তোমার পরিবার ঘিরে
যে ওম জমে ওঠে
কতটা গাঢ় শক্তি তোমায় দেয়
কিভাবে বোঝাবে তার রূপ?
ভালোবাসা এক কিমতি উপহার
জ্যোৎস্না ধোওয়া উপত্যকা,
শরীরহীন, মৌন
ঢেলে দেয় আনন্দ আর আনন্দ।
❤️