বাঁধন ✒️✒️ মধুমিতা ধর
বাঁধন
মধুমিতা ধর
ব্যথা গুলো শুধু আনাচ কানাচ খোঁজে
নীরব কান্না বিনিদ্র রাত শোনে
জানালার কাঁচে জমে বৃষ্টির জল
বালিশেই থাক অশ্রু সসম্মানে।
বিদায় চাইলে বিব্রত করা হয়
তাই তো তোমায় বলতে চাইনি কিছু
এভাবেই কেউ আড়ালে কষেছে আঁক
ন্যায্য পাওনা মিটিয়েছে মাথাপিছু।
মানুষে মানুষে প্রয়োজন শুধু থাকে
ক্রমশঃ বাঁধন আলগা হচ্ছে,হোক
পায়ের তলার নড়বড়ে সাঁকো জানে
যাপন কথারা এভাবেই সার্থক।
কিছু বোকা মন ভালবাসা খুঁজে ফেরে
ভাবে,কেউ বুঝি শুধবে রক্ত ঋণ
চশমার কাঁচ বিষাদ লুকায় শুধু
দূরত্ব গুলো মেনে নেওয়া সমীচীন।।