#স্বাধীনতার_আগের_দিন_রাতে ✍️আল্পনা মিত্র
#স্বাধীনতার_আগের_দিন_রাতে
✍️আল্পনা মিত্র
ঘুম টা এখনও ভাঙেনি আমার
স্বপ্ন এখনও ভাঙে নি,
কুয়াশায় ঘেরা এ কোন সকাল?
ভোর কি এখনও নামে নি ?
পাখিরা এখনও ডাকছে না কেন ?
সকাল কি আজ হবে না ?
সবুজ পাতারা এখনও অবুঝ
ফুলেরাও কেন ফোটে না ?
বন্ধুরা সব, বাইরেতে এসো,
ভোর টাকে ডাকো বাইরে,
কালকেই আছে পনের আগষ্ট,
ঘুমানো কি আর যায়রে ?
বন্দনা গাও স্বাধীন দেশের,
বন্দনা গাও মানুষের ,
ভালোবেসে ডাকো দু হাত বাড়িয়ে-
স্বাধীন দেশের ভায়েদের ।।
✍️আল্পনা মিত্র