#স্বাধীনতা কলমের স্বাধীনতায়: অয়ন দীপ চক্রবর্তী
#স্বাধীনতা
কলমের স্বাধীনতায়: অয়ন দীপ চক্রবর্তী
স্বাধীনতা! স্বাধীনতা! স্বাধীনতা!
কি এই স্বাধীনতা?
কাকে বলে স্বাধীনতা?
তোমরা লাইন করে দাঁড় করিয়ে
হাতে লজেন্স, বিস্কুট ধরিয়ে দিয়ে
কোন্ স্বাধীনতার বিষ গেলাচ্ছ আগামী কে?
এই স্বাধীনতা চেয়েছিল বুঝি
বিনয়, বাদল, দীনেশ?
এই স্বাধীনতা চেয়েই কি সুভাষ
হারিয়েছে কালান্তরে?
যে স্বাধীনতার বীজ তোমরা বপন করছো
প্রতিনিয়ত,
এর থেকে পরাধীনতা ঢের ভালো।
এ স্বাধীনতা নয়, সমঝোতা।
সমঝে আছি, তাই স্বাধীনতা।
যে স্বাধীনতায় নির্ভয়া বাসে উঠতে পারে না
নির্ভয়ে,
সে স্বাধীনতা চায় নি সুভাষ,
সে স্বাধীনতার আশায় মাস্টারদা
করেনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।
মুষ্টিমেয় তথাকথিত এলিট বংশোদ্ভূতরা,
যাঁরা সংগ্রামের কোনও পুজোয় লাগেনি,
তাঁরা করেছে মাতব্বরি।
দেশকে করেছে দ্বিখণ্ডিত, ত্রিখণ্ডিত,
আ-সমুদ্র হিমাচলের আবেগের করেছে মুন্ডপাত।
আর
আজ ভাবার্থে যাঁরা অশিক্ষিত!
তাঁরা এলিটের পোশাক পরে পা দোলাচ্ছে,
তোমার, আমার মাথার উপর।
একে তুমি স্বাধীনতা বলো?
আমি মানি না।
এ শুধুই সরকারি ছুটি আর আড়ম্বরতার
সোনার জলে চোবানো একটি দিন মাত্র।
স্বাধীনতার লজেন্স টা যখন তোমার ছেলেটা,
আমার মেয়েটা চুষছে,
এসো, তখন তাকে স্বাধীনতার মাহাত্ম্য শেখাই,
তাকে সুভাষ শেখাই, তাকে প্রফুল্ল শেখাই,
তাকে প্রীতিলতা শেখাই, তাকে মাতঙ্গিনী শেখাই,
তাকে স্বাধীনতা শেখাই, তাকে স্বাধীনতা শেখাই,
তাকে স্বাধীনতা শেখাই।।
©️ অয়ন দীপ চক্রবর্তী