আস্থা ✒️✒️ মীনা দে
আস্থা
মীনা দে
ভারাক্রান্ত মনে আছড়ে পড়ছে চিন্তার ঢেউ,একটার পর একটা।
চির ধরেছিল বিশ্বাসের সৌধে,
দেখা দিল ফাটল,
একটু একটু করে ফাটলের বৃদ্ধি
বুঝেও বাড়তে দেওয়া হলো!
পারস্পরিক অহমিকায়।
দুটি মন হেঁটেছিল দুটি দিকে।
খোয়া গিয়েছিল পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস আস্থা।
আগাছার মতো বেড়ে উঠেছিল জেদ, অহংবোধ ।
সম্পর্কের ভিতটা নড়ে উঠে ছিল।
পাস্পরিক অভিযোগ,অনুযোগে জেরবার দুটি মন। ভালোবাসা আজ কবরে শায়িত।
আস্থার অস্তিত্ব দেখনদারিতে নয়
ভালোবাসাকে ভালোবাসাতে। মান দিতে।
স্বার্থ ভালোবাসার আগে নয়।
জীবন ছেলেখেলা নয়।
মীনা দে