***ছায়াপথ*** মধুমিতা ধর
***ছায়াপথ***
মধুমিতা ধর
আজীবন আমি ছায়াপথে হেঁটে হেঁটে
বাতাসের বুকে এঁকেছি পায়ের ছাপ
জীবনের পথ দিগন্তে এসে মেশে
হিসেব করিনি তার কি যে পরিমাপ।
রাতের আঁধার কার যেন ইশারায়
ধীর পায়ে এসে ভোরের আজান শোনে
শ্রাবণের মেঘ মেঘমল্লার গায়
শোণিতের রঙ ছড়ায় ফাগুন বনে।
মিলনকে পাই বিরহের হাহাকারে
চেতনা জাগায় উপন্যাসের পাতা
শিশিরের জলে ভিজে যাওয়া রোদ্দুর
বাতাসের গায়ে লিখে রাখে শোকগাথা।
স্মৃতিময় আজো গোল্লাছুটের মাঠ
উচ্ছল সেই কিশোরী বেলার মত
কাগজ নৌকা বহুদূর হতে ফেরে
অগোছালো মন শান্ত,সুসংহত।