@ ডায়রি @ —— মিলি বসাক
@ ডায়রি @
———————————–
মিলি বসাক
একটা শুকনো খড়খড়ে ডায়রিকে প্রতিদিন গাঢ় রাত্রে চন্দনের জলে ভিজিয়ে জাগাতে চাই তার মরা স্বপ্নগুলো।
জীবনের পায়ে-পায়ে ফেরে সে স্বপ্নের ছায়া।
প্রথম পাতায়ঃ
এক শঙখচিল রোদের ডানায় শিকার করে এক সোনালি মৎসকন্যাকে, যার নরম মাংসল দেহ ভীষণ সুন্দর, পাখনায়
সমুদ্রের গুপ্ত স্বপ্ন। জলো শরীরে ভিজে ছিলো তার স্নিগ্ধ মগ্নতা।
ছোঁ মারলো তাকে শঙখচিলটি প্রখর নখে।ঠোঁটের ঠোকরে খোঁচা-খোঁচা হয়ে রক্ত দাগ বসলো তার কোমল দেহে।ইচ্ছে ক্ষুধায় গলাধঃকরণ করলো, সে মৎস্য কন্যার শরীর-শুদ্ধ সমুদ্র ঘ্রাণ। বাতাসের গায়ে ঝুলে রইলো তার কঙ্কাল,বহুকাল শঙখচিলটির সুখ শিকারের ছায়া হয়ে…….
ছায়ার প্রতিচ্ছবিঃ
মৃত জীবাশ্ম রইলো চেয়ে তার শিকার উদবিগ্ন শঙখচিলের গতিবিধির দিকে, দেখলো….আরও পূর্ব শিকারের ছায়াপ্রতিচ্ছবি বসে আছে শঙখচিলটির কপিরঙের ঘোলা ছোট্ট গোল চোখদু’টিতে।মৎসকন্যার ছায়া-জীবাশ্ম’র অনু পরমাণুর নিঃশ্বাসে নিঃসৃত হ’তে থাকলো একটা -দু’টো করে
হাজারটা দীর্ঘশ্বাস।
বিধির বিধানঃ
মৎস্যকন্যার সেই জীবাশ্ম প্রকৃতির জলবায়ুর পরিবর্তনে অভ্যাসগতভাবে ভালোবাসলো শঙখচিলের দৈনন্দিন।
ক্ষত বিক্ষত অস্তিত্বে অক্ষুণ্ন রাখলো শঙখচিলের নাম তার পরিমন্ডলে।
অথচ বহুক্ষুধায় নেশাগ্রস্ত শঙখচিলটি একের পর এক শিকারে অভ্যস্ত হয়ে পড়লো।
চোখে তার লালসার মত্ততা দেখে,জীবাশ্ম কঁকিয়ে উঠলো তার ভুলের মধ্যেই ভুল ভালোবাসায়।