শহুরে কোলাজ **** শুভ্রা গুপ্ত
শহুরে কোলাজ
শুভ্রা গুপ্ত
***************
হারিয়ে যাওয়া শহরের ভীড়ে আজ বড়ই টান,
ডায়েরি, পেন, মানিব্যাগ, ক্যামেরা – আর
নামকরা শপিং মল দৃষ্টি করছে অস্থির বারবার।
ভিড়ে দাঁড়িয়ে থাকা আইসক্রিম প্রেম গলছিল গরমে, কোনগুলোতে আজ তেতো চকোলেট স্বাদ
ক্রমাগত ফুরিয়ে যাওয়া কোলাহল জন পারাবার।
একরাশ তরুণ কিশোরীদের খিলখিলে উচ্ছ্বাস
আজ কেবলই পরিহাস প্রবীণের দরবারে, কথা
লেখা হয় সিগারেট ধোঁয়ায় পিকাসো অনির্বার।
ধুলোমাখা যন্ত্রযান, বাড়ি ফেরার তাড়া ভোলায়
নিমেষে একবর্গ সুখ, একঝাঁক পায়রা ঘেরা প্রেম
ফেরায় মুক্তি, আমি ভাস্কর্যের রূপ নিই আরবার।
***************
শুভ্রা গুপ্ত