শিরোনাম – বৈধব্য
শিরোনাম – বৈধব্য
—————————–
বহু শতাব্দী ধরে তুমি আর আমি শুয়ে আছি পাশাপাশি
বিভেদ ও বৈষম্যের সঙ্গমে জন্ম দিয়েছি বৈধব্য অহর্ণিশি।
একাকীত্বের আবডালে বিমর্ষ পাখির শুনেছি নির্লিপ্ত কণ্ঠস্বর
তথাপি জাগরিত হয়নি কভু বিস্ফারিত নয়ণজল।
আত্মবোধের অবক্ষয়ের সূচনা তোমায় ঘিরে পূর্বসূরি
লিপ্ত তুমি আর আমি সঙ্গমে তবু আসুক না সহস্র মহামারি।
চতুর্ধারে চাতুরতার জাল বিছিয়ে ধরছি বুনোহাঁস
অন্ধকারে একলা শুয়ো বিধবা কাঁদুক না বারোমাস।
সহমরণের জ্বলন্ত চিতায় নিভে যাক স্মৃতির সিঁদুর
পড়ন্ত বিকেলে ও সেই হেতু পুড়ে যায় বিধবার রোদ্দুর।
উলঙ্গসমাজ যেন পরিধান করে আছে সধবার আবরণ
ভেতরে যে তার নিদ্রাহীন নয়ণে চেয়ে আছে বিধবার যৌবন।