পৌন পৌনিক / কলমে – নমিতা বসু
পৌন পৌনিক / কলমে – নমিতা বসু
——————–
বাঁচার জন্য ভাববো না ভাবনার মধ্যে বাঁচব,
বুঝতে পারিনা ,
তাই আমরা পরের দিন গুলোর কথা ভীষণ ভাবি,ভাবতে হয,ভাবা উচিত তা অনস্বীকার্য।
কিন্ত আজকের দিনটা কাঁটা ছেঁড়া করে ওজন করার কথা ভাবিনি কখনো।
সিড়ির উপর উঠতে উঠতে দীর্ঘ শ্বাসে ধুঁকছি,
তবুও উঠতে চেষ্টা করে যাচ্ছি।
কি আছে ওখানে?আলো বাতাস হীন দম বন্ধ করা শূন্য।
যার সংকেত আমদের ছোটো বেলার সঙ্গী।
দিক ভ্রান্ত দিক গুলোতেই আটকে পড়ি প্রতিনিয়ত।
এক পা কাদায় ফেলি তো অন্য্ পা জলে ,
ফলে শুকনো রাস্তা ও পিচ্ছিল হয়ে যায় ।
তখন মনে হয পাহাড়ের শক্ত চাই গুলো যদি রাস্তায় থাকত তাহলে বেশ হতো।
এই করতে করতে পা টা তো বিক্রি হযে গেছে রাস্তার কাছে ,
এখন নিজেকে কি স্বান্ত্বনা দেবো?রাস্তাকে পায়ের মতো করে সাজাবো না পা কে রাস্তার মতো করে?
তাই তো চিন্তা করে দেখলাম,
উঠছি আর পড়ছি
পড়ছি আর উঠছি
চলতে শিখছি।
দেখছি আর শুনছি
শুনছি আর বলছি
ভাবতে শিখছি।
দিচ্ছি আর নিচ্ছি
নিচ্ছি আর চাইছি
চিনতে শিখছি।
ভাঙছি আর গড়ছি
গড়ছি আর ভাঙছি
দিন গুনছি ।
আঁকছি আর মুছছি
মুছতে মুছতে কঁlদছি
ভালো বাসছি ।
চলছি আর চলছি
চলতে চলতে ছুটচি
হাসতে শিখছি ।
লিখছি আরও লিখব
লিখতে লিখতে থামব
বাঁচতে শিখব ।।
——-,,,,,,,——-,,,,,,,——-