সরিয়ে দাও সে পর্দা —- দেবাশিস গাঙ্গুলী

সরিয়ে দাও সে পর্দা

দেবাশিস গাঙ্গুলী
—————————-

কে তোমায় কি বলেছে, জানি না
তবুও তুমি বারে বারে এসেছো বারান্দার আড়ালে ,
হাত বাড়িয়ে পর্দা টেনেছো-
কেন কেন বলতো?
ভালো হয়তো হতে পারিনি,
কিন্তু খারাপ তো চাইনি,
এই সেদিন ও বাতাসে ভাসিয়ে ছিলে
ওরনার  বসন্ত,
বৃষ্টির শব্দের আতরে –
চোখের মায়ায় আপন করেছিলে ,
আজ কি এমন হলো?
বিশ্বাস হারালে প্রকৃতির নিঃশ্বাসে,
অঝোরে কাঁদছে আকাশ-
অথচ প্রিয় ফুলের টব কে,
করলে গৃহ বন্দী !
ভাললাগার গায়ে ঝুলিয়ে দিলে অলঙ্ঘনীয় ধর্মীয় ফতোয়া,
কেন যে বিষয়ই র মতো আপন করে নিতে চাও সব?
চেয়ে দেখো একবার-
প্রকৃতি কিছুই চায় না নিজের করে,
কলা পাতার জলের মতোই ঝরিয়ে দেয় সব,
পাঁজরের খাঁচায় মনি মুক্তকে
বাতাসের মতোই দাও না স্বচ্ছল গতি-
অবাধ অবোধ্য হোক সব অনুভূতি,
দাও খুলে সে জানালা-
সরিয়ে দাও সে পর্দা,
বাতাসের স্পর্শে
স্নিগ্ধ হিন্দোল মেখে নিক সে॥

দেবাশিস গাঙ্গুলী—-৩১-০৭-২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *