শব্দ ঘ্রাণ ©সায়ন্তিকা

শব্দ ঘ্রাণ

©সায়ন্তিকা

ভালো আছি বলার চেয়ে ভালো থাকাটা সহজ !

এমনই এক শব্দ ঘ্রাণ ,
যা ছড়িয়ে পড়েছে পাড়ার মোড়ে মোড়ে !

অথচ চারিদিকে কী ভীষণ চিৎকার ,
মানুষের জিভের মতন লকলকে ۔۔
নীরবতা ভেঙে ছুটতে থাকে !

যদিও এমন ভালো থাকাগুলো অবার্চীন ,
ধাক্কা দেয় অথচ শব্দ করতে পারে না !
পাহাড়ের নিচে পড়ে যায় গাছেদের চিৎকার !

প্রতিটা মানুষের ভেতরেই এমন কিছু শব্দ আছে ۔۔۔۔
স্কুলের ঘন্টার মতন বেজে চলে ۔۔۔
এই বুঝি ফুরিয়ে যেতে হবে !

চোরাকুঠুরির ভেতর থেকে শোনা যায় হওয়াদের আলাপচারিতা ,
য্যানো এ ওকে টেক্কা দেবে !
অরণ্য۔ঘুম ভেঙে যায় এমন শব্দে ۔۔۔۔۔
হরিণীর বুকে বাজে পাতা পড়ার খসখসানি !

লজ্জা হয় ,
সংকুচিত হয়ে আসে মেঘেদের উত্তাপ !
রক্তের স্বাদ পাওয়া বাঘও চেটেপুটে খায় সমুদ্রের স্রোত ,
এমন কিছু শব্দের আড়ালে আমি ঢেকে রাখবো সম্ভ্রম !

কোনো এক সন্ধিক্ষণে মাটির বুকে সেচ করা যেতেই পারে কিছু শব্দের শীতঘুম !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *