একদিন প্রতিদিন —– উত্তম কুমার দাস
একদিন প্রতিদিন
উত্তম কুমার দাস
সবটা শুরুর মাঝেই একটা বিজ্ঞপ্তি দিয়ে গেল
রক্তের স্বাদ চাই, রক্তের স্বাদ!
পাথরে মূর্তিগুলো অর্থের বেড়া টপকে অনর্থের
চিতা সাজিয়ে প্রচলিত কে পুড়িয়ে
অপ্রচলিত মূর্তি গড়বে।
পরাধীন মনে স্বাধীনতার কামড় নির্বিষ
রাজনৈতিক মনে উন্নয়নের নামে নেতা জি।
লঘু জীবনে গুরুমন্ত্র উপেক্ষা করার
শক্তি কার আছে?
তাই ধ্বংসের বেদিতে মোহিনী মূর্তি
ধরে সৃষ্টিরা হামাগুড়ি দেয়।