ধর্ম অধর্ম ……….. প্রসেনজিৎ আরিয়ান

…………. ধর্ম অধর্ম ………….
——– প্রসেনজিৎ আরিয়ান ———

পঁচিশে ডিসেম্বরে বহরমপুর চার্চের সামনে দাঁড়িয়ে। সময় সকাল ন’টা ধর্মীয় মানুষগুলো যাতায়াত করছিল। চারিদিকে সৌন্দর্যের শোভা, ভিন্নরকম আলো শয্যা।সময় তখন এগারোটা, চারিদিকে সুগন্ধ কেকের গন্ধ,
ভিন্নরকম আকৃতি প্যাকেটে মোড়ানো। বেশকিছু কু শব্দের মধ্যে শান্ত পরিবেশ। আজ সময়টা দীর্ঘময় মনে হচ্ছে, ঘড়িতে তিনটে বাজে। লাল সাদা টুপি আর শরীরের পরনে এক রকমের পোশাক। একে একে করে প্রবেশ করছে গির্জার ভেতরে ৫০ ৬০ জন এরা সব যীশু ধর্মের মানুষ। সময় তখন বিকেল পাঁচটা, শত শত মানুষ মানুষ গির্জার ভেতরের প্রবেশ করছে এক সঙ্গে। ছটাক স্থান নেই দাঁড়ানোর। গির্জাতে মানুষগুলো সব খিষ্টান নয়, কেউবা হিন্দু, শিখ, জৈন,
মুসলিম, বৌদ্ধ, আরো অনেকে ইত্যাদি, একসঙ্গে সবাই রয়েছে। আজ জাতি কোথায়, কোথায় বা ধর্ম, আজ সবাই এক ঘরে সমান।

কে কেক তৈরি করল, কারা লাইটের শোভা তৈরি করে,লাল সাদা টুপি শিল্পী কারা,এমনকি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা,পুজো আর্চনা করা, বা নামাজ পড়া।

কর্ম আজ ধর্ম হয়,? মানুষের প্রয়োজনে সব ধর্মই সমান।

মানুষের আজ উৎসব দরকার যে ধর্মেরই হোক না কেন।

একদিন সব ধর্ম এক হবে,
একটি ধর্ম মেনে চলো জীব ধর্ম।

ভুলে যেও না ভিন্ন চরিত্র, একটি সূত্র শত কোটি মানুষ তোমরা।

ধর্ম একটি বিজনেস যা মানুষের জীবিকার জন্য প্রয়োজন।

3 thoughts on “ধর্ম অধর্ম ……….. প্রসেনজিৎ আরিয়ান

  1. Pingback: Browser MMORPG
  2. Pingback: AQW
  3. Pingback: Fantasy MMORPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *