#একটা_মিষ্টি_প্রেমের_সন্ধ্যা_আসুক —– সুব্রত বন্দ্যোপাধ্যায়
#একটা_মিষ্টি_প্রেমের_সন্ধ্যা_আসুক
সুব্রত বন্দ্যোপাধ্যায়
মন খারাপের বিকেল শেষে,
একটা না হয় জোৎস্না মাখা সন্ধ্যা আসুক।
সূর্যাস্তের গোধুলি লাল সূর্য না হয়
তোমার মুখে দিক এঁকে তার
লজ্জা রাঙা রঙের পরশ।
গোলাপ আভায় হোক না রঙিন
দিক চক্ররেখা।
তোমার গালের টোল ছুঁয়ে যাক
পাহাড়ি এক ঝরণাধারার স্নিগ্ধ প্রকাশ।
তোমার ডাগর হরিণ চোখের কোল ছুঁয়ে যাক
আমার মনের কান্না ভেজা স্বপ্নগুলো৷
হেমন্তের’ই হালকা শীতের মিষ্টি ছোঁয়ায়
শিশির স্নাত প্রেম লিখে যাক
দু ঠোঁট জোড়া উপন্যাসের রঙিন পাতা।
চোখ পিটপিট জোনাক পোকার ছোট্ট পাখায়
লক্ষ তারা জ্বালুক ছাদের আকাশপ্রদীপ।
গান হয়ে যাক ইমন রাগে
তোমার আমার না বলতে পারা দিনান্তেরই দিনলিপি।
জোয়ার উঠুক বাঁধ ভাঙা কোন দুষ্টু হাসির
তুফান উঠুক দিকচক্রবালে।
আঙুল ফাঁকে আঙুলগুলো খেলা করুক
নাছোড় কোন অবাধ্যতায়।
বেখেয়ালে সব হিসেবই
দিক মুছে তার অতীত দিনের
সেই ভুলচুক৷
সন্ধ্যা আসুক, সন্ধ্যা আসুক
একটা না হয় ক্লান্তি মাখা দিনের শেষে
মিষ্টি প্রেমের জ্যোৎস্না মাখা সন্ধ্যা আসুক৷
সুব্রত বন্দ্যোপাধ্যায়