।। চেনা বৃত্তের বাইরে ।। # কলমে : সাহানা

।। চেনা বৃত্তের বাইরে ।।

# কলমে : সাহানা

(১)
অফিসে নানা আলোচনা চলে। একজন অতি স্পষ্টবাদী সহকর্মী অন্য একজনকে হঠাৎ বলে বসল, তোর অনেকদিন ঠিকমতো ‘টিউনিং’ হয়নি, তাই না?
কথাটা কানে লাগল। অভ্যস্ত নই। যথেষ্ট অস্বস্তিকর।
যাকে বলা হল, সে ডিভোর্সি। একবছর স্বামীর সঙ্গে সম্পর্ক নেই।
আর, যে বলল?
বিয়ে করেনি।
আলাদা পেয়ে তাকে বললাম, তুই যা বললি, নিজে বুঝিস তার মানে?
হেসে উঠল।
বলল, বাঁধা ধরা গন্ডি থেকে বেরোলে কি হয়! আমি তো কোনো সম্পর্কের ঘেরাটোপে বাঁধা পড়িনি!

(২)
অফিসের ফাঁকা কেবিনে বই পড়ছিলাম। কোনো একটি প্রেমের উপন্যাস।
হঠাৎ কানের কাছে গলার আওয়াজে চমকে উঠি।
-ম্যাডাম, এত মন দিয়ে কি পড়া হচ্ছে?
ইনি একজন সমবয়সী সহকর্মী। কিন্তু পুরুষ। সহজাত সংস্কারবশত বইটি মুড়ে ফেললুম।
-আপনি খুব বই পড়েন, তাই না?
-হ্যাঁ।

সত্যিই আপনার এইটা যে কি ভালো গুণ! আমার এত ভালো লাগে!
বেশ কিছুক্ষণ বর্ণনা চলল। মানে, ওনার কি কি ভালো লাগে, আমার ব্যাপারে।
ব্যাপারটা যে এত গভীর, বুঝতে একটু সময় লাগল।
আমি তাঁকে নিরীক্ষণ করছি দেখে বেশ লজ্জা পেলেন।
তখনকার মত বই পড়া বন্ধ করতে হল!

(3)
ভবানীপুর লাইব্রেরিতে বই নিতে যেতাম। বহু পুরোনো লাইব্রেরি। লাইব্রেরিয়ান ভদ্রলোক খুব গল্প করতে ভালোবাসতেন।
একদিন, কয়েকটা পেপার ব্যাক দেখিয়ে বললাম, নেব?
পড়েই তো আছে! নিন না।
সেই শুরু।
তারপর ভালো বই আমার জন্য রাখা থাকত!
ফেরত দেওয়ার কথা বলতেন না। শুধু চলে আসার সময় জিজ্ঞেস করতেন, আবার কবে আসবেন!
অনেক কিছু পড়তে পেরেছিলাম এই ভালো মনের মানুষটির দৌলতে!
পরবর্তীতে আর যোগাযোগ হয়নি।

(4)
কর্মসূত্রে আমি এবং আমার ডিপার্টমেন্ট-হেড খুব কাছাকাছি মানুষ। কারণ দুজনের জ্ঞান অবধি একটাই শহরে অর্থাত্ দুর্গাপুরে বড়ো হওয়া। একরকম ছেলেবেলা, একইরকম শাসন। গল্প শুরু হলে থামে না।
হঠাৎ লক্ষ্য করলাম, তাঁর আবার আমার সবকিছুই ভালো লাগে।
কি মুশকিল!
জিন্সের সঙ্গে যে ডেনিমের শার্ট পরেছি, তার কালার পর্যন্ত খুব পছন্দ তাঁর!
হেসে ফেলি মনে মনে।
ডিপার্টমেন্টের হেডকে কি কাটানো যায়!
বরং মিষ্টি কথা বলাই ভালো!
বাড়ি ফিরে হাসব্যান্ড কে বলি, কি ঘটনা….তিনিও আমার বাবার মতো উত্তর দেন, পছন্দ করে তো করুক না। কি হয়েছে!
-আমি ও তো কত মেয়েকে বন্ধু করেছি। ভাবো এটাও সেরকম!
-তাই বুঝি?
দুজনেই হেসে উঠি।

চেনা বৃত্তের বাইরে এই পৃথিবীটা সবসময়ই যে মধুর, তা নয়। আশা করা অন্যায়। কিন্তু অভিজ্ঞতা বলে, আমাদের ভালো আচরণে অনেক কুটিল পরিবেশ সহজ হয়ে উঠতে পারে, হাসিখুশি হতে পারে জগৎ এবং আমাদের চারপাশ। যদি আমরা হাত বাড়িয়ে দিই, চেনা বৃত্তের বাইরে।

কলমে : সাহানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *