“কথারা থাকে না” মৌসুমী মন্ডল
“কথারা থাকে না”
মৌসুমী মন্ডল
অপেক্ষারা বহুদিন হলো ছুটি নিয়েছে শীতঘুমে,
গল্পগুলো অজান্তেই সমান্তরাল করেছে নিজেদের।
ভালোবাসার অবসর যাপনে জাঁকিয়ে বসেছে উপেক্ষা,
স্মৃতিগুলো একটু একটু করে বন্দী হয়েছে নরম পাঁকে।
চোখের কার্নিশে ঝুলে থাকা বাসী প্রশ্ন
হঠাৎ ই আড়মোড়া ভেঙে উঠে বসে,
বিশ্বাসের অলিন্দে মন হাহাকার করে ওঠে….
“কথা দিয়েছিলে…..”
প্রতিধ্বনী ছড়িয়ে যায় ভেতরের সিঁড়িটায়,
যেটা ধাপে ধাপে নেমে গেছে নীচে,
হোঁচট খেয়ে নামতে গিয়ে শুনতে পাই….
“কিছু কথা ফিরতে পারে না….
কথাদের যে কখনো থাকতে নেই এক বন্দরে।”
…………………..মৌসুমী………………….