কথার মৃত্যু — দুলাল কাটারী
কথার মৃত্যু
দুলাল কাটারী
হৃদয় ভাঙার শব্দ গুলো যদি পাশাপাশি বসে
একটা অর্থ প্রকাশে সমর্থ হয় তাহলে,
সেটা নিছক একটা কবিতা নয়… আরো অনেক কিছু আমার জীবনে।
স্বপ্নের হাত ধরে হাঁটতে… হাঁটতে…
ভোর রাতে যখন দেখি পথ দুটো আলাদা হয়ে গেছে
নিরুপায় নিরুত্তর হৃদয় অভিযোগের ভাষা খোঁজার চেষ্টা করেও ব্যর্থ প্রমানিত হয়।
পেয়ে হারানোর ব্যথায় বালিশ ভিজতে… ভিজতে…
চোখে চোখ রাখার সুযোগ হয় নি আর।
তোমার হাতে যে শুধু ভালোবাসার’ই মৃত্যু হলো তা-ই নয়
হার মেনে গেলো তোমার দেখানো মানবতা,অভিনয়ের কাছে।
আর মৃত্যু হলো কথার,
যে কথা তুমি দিয়েছিলে গত শতাব্দীর শেষ দিনে
মাঝ রাত্রির একটু আগে…