#নীলমাধব থেকে নীললোহিত @শিবানী দাস
#নীলমাধব থেকে নীললোহিত
@শিবানী দাস
বাড়িয়ে দেওয়া দুহাত যখন ভীষণরকম দিশেহারা,
সত্যিগুলো খুঁজতে গিয়ে পৌঁছে গেল ভুল ঠিকানায়;
অবাক চোখে দেখল চেয়ে, মিথ্যেগুলো আঁকড়ে ছিল– ভালবেসে, কি বিশ্বাসে!!!
ঠিক তখনই, ঠিক তখনই চমকে ওঠে
নীল লোহিতের কন্ঠস্বরে,
শুদ্ধ মানুষ হবি বলে সকালবেলা ভেবেছিলি,
আজকে কেন ভেঙ্গে পড়িস? সামনে এখনও অনেকটা পথ!!!
পেরিয়ে যা তুই সকল বাধা তোর নিজেকেই বন্ধু করে…
মিলিয়ে গেলেন, বলতে বলতে নিজের লেখাই ওই দুটি লাইন—
“ঝড়ে বৃষ্টিতে পায়ে পায়ে হেঁটে যাকে মনে করি বন্ধু,
সে মুখ ফিরিয়ে চলে যায়, চোখে অচেনা মতন ভ্রুকুটি”…
@শিবানী দাস