মৃত্যুপুরী —– শিল্পী চ্যটার্জী
মৃত্যুপুরী
শিল্পী চ্যটার্জী
……………..
দীর্ঘদিন মৃত্যুপুরীতে বাস করে
মৃত্যুভয় গ্রাস করেছে সমগ্র সমাজ কে।
আমিও তার থেকে বাদ যাইনি।
কতদিন দেখা হয়নি বাড়ির পাশের আমগাছটা
কচি পাতায় ভরে গেছে। কতদিন শোনা হয়নি
পাশের বাড়ির বাচ্চাটা আধো স্বরে মা বাবা ডাকতে শিখেছে।
পাশের বাড়ির ছাদে টবের আগাছায় কত বুনো ফুল ফুটেছে। কোনো গন্ধ নেই তবে রঙের বাহার আছে।
টিভি দেখা ছেড়ে দিয়েছি, মৃত্যুর হিসেব আর নিতে পারছি না।
বড্ড নিঃসঙ্গ লাগছে, কল্লোলিনী কলকাতাও আজ ধুকঁছে।
আশায় বুক বেঁধে আছি পড়ার পার্কে ছোটোদের
হূটোপুটি দেখার জন্য। অপেক্ষায় আছি ট্রেনে
হকারদের চিৎকার শোনার জন্য।
এরকম অনেক কিছুর অপেক্ষায়।
অপেক্ষায় মুখোশ হীন মানুষ গুলোর মুখ দেখার জন্য।।
শিল্পী চ্যটার্জী