না-মানবী// মৌসুমী মিত্র
না-মানবী// মৌসুমী মিত্র
কবি হৃদয়ের আমি গোপন প্রান সঞ্চারী ,
আমি নীরব প্রানের ভাষা ।
আমি হৃদয়ের স্পন্দন ধ্বনি , আমি নতুন প্রানের প্রত্যাশা।।
আধো ঘুমে আধো জাগরণে আমি ছুঁয়ে থাকা নর্ম সহচরী।
উষার আলোয় ঘুম ভাঙা চোখে , প্রস্ফুটিত কলি স্বপ্ন পশারী ।।
আমি না সতী ,না অসতী
আমি ভালোবাসা দিয়ে আঁকা জীবনের এক জলছবি ।
আমি কবি হৃদয়ের কামনা , কামিনী কাব্য প্রিয়া
হৃদয় বৃত্তে চলা হৃদয় সন্ধানী — অঙ্গ জুড়ে লেখনী কাব্য কলা ।।
স্বপ কাজল হাতে হাতছানি দিয়ে যাই আমি আলোক বর্ষ দূরে ,,,,,,,,,
আমি না-মানবী এক কথা ।।