আগমনীর সুর লেখনী – দেবযানী ঘোষাল
আগমনীর সুর
লেখনী – দেবযানী ঘোষাল
আকাশে বাতাসে অহরহ আগমনীর সুর।
দীঘি ভরেছে পদ্মার পরিস্ফুটনে।
পাঁচিল টপকে পিঁচের রাস্তায় রয়েছে কত কত
শিউলি।
কাশের দোলায় মেঘেদের আবিরী ভাসমান।
শারদ ভেজা হাওয়ায় বৃষ্টি ধোয়া সবুজেরা বলছে বারেবারে উমা এলো ঐ।
শাপলা শালুকের সাদা গোলাপীরা এক বুক আনন্দে জেগে উঠে বলে।
দুগ্গা এলো ঐ।
হাজারো দুখেও তর্পণ সমাগমে
ভোরের স্রোতোস্বিনীতে পবিত্র স্নানেরা বলে
পার্বতী আসছে ঐ।।
লেখনী – দেবযানী ঘোষাল
5th Oct. 2021