” শারদলক্ষ্মী” —- শুভ্রা দাশ গুপ্তা
” শারদলক্ষ্মী”
শুভ্রা দাশ গুপ্তা
শরত এলে ই ঘরের মেয়ে উমা,তুমি আসো-কাশফুলের দোলায়, শিউলিফুলের ঘ্রাণে, ঘাসের ডগায় শিশির কণায়,প্রকৃতিতে আলোড়ন তুলে দশটি হাতে শানিত প্রহরণে।
মহালয়ার পূণ্য লগ্নে আলোর বাঁশি বাজিয়ে, তৃষিত ধরাকে শিশিরসিক্ত করে ঢাকের বাদ্যে আবির্ভূতা হও মৃন্ময়ী রূপে।।
সেই তুমি সিঁদুর খেলা শেষে কৈলাসে ফিরে যাও বিসর্জনের বাদ্যে!!
যার জীবনের সাঙ্গ হয়েছে সিঁদুর খেলা, যার বুকের অলিন্দে সর্বদা ই বাজে বিসর্জনের ঢাক
তার জন্য কী রেখে যাও? ওগো “শারদলক্ষ্মী! “