সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।
সম্পাদকীয়
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, গত সংখ্যায় প্রস্তুতি নিয়েও প্রকাশিত করতে পারিনি। জ্বরের তান্ডবে জর্জরিত ছিলাম, জানি তোমরাও সবাই কম – বেশি সময়ের শিকার।
ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি । যদি অল্পতেই আমরা কাতর হয়ে যাই, তবে বুঝে নিতে হবে পৃথিবীটা আমাদের জন্য অনেক কঠিন।
যোগ্য ব্যক্তিরা – ই সমালোচিত হয় আর সমালোচনা করে অযোগ্য ব্যক্তিরা।
নিজেকে পাহাড়ের চূড়ার মতো বড় দেখতে সাধ জাগে আমাদের, কিন্তু না, একদম না, তুমি মানুষকে ছোট দেখবে, আর মানুষও তোমাকে ছোট দেখবে ! জীবন বড় বিচিত্র, এই বিচিত্র জীবন থেকে আমরা যা পাই, তাই আমাদের কাছে পরম প্রাপ্তি মনে করা উচিত। যা পাই না… সেটা নিশ্চিত আমার নয়। অতি সহজ ভাবনা।
পৃথিবীতে কেউ কারও নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর তারপর দূরে চলে যাওয়ার… এক বাস্তব অভিনয় মাত্র ! একটু ভাবলেই দেখতে পাই, মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যত দিন যাচ্ছে, ততই আমরা সমাধানের দিকে যাচ্ছি। আজকের সময়ে দাঁড়িয়ে সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্যবান নয়।
ভালোবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে, কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না। গর্ব না করাই গর্বের বিষয়। বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক।
মানুষ তখনই ব্যর্থ হয়, যখন সে নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে সরে যায়।
এখনও সম্পূর্ণভাবে সুস্থ হইনি বলেই আবোলতাবোল লিখে গেলাম… শেষ কথাটি বলি, সফলতা আমাদের দুয়ারে অপেক্ষারত।
শুভকামনা ভালোবাসা রইল সকলের প্রতি। নিজস্ব নতুন পথ সৃষ্টি ছাড়া আমাদের আর কোনো কাজ নেই, নেই সঞ্চালন।
সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।