মহড়া ——
মহড়া
———
নাটকের শেষ অঙ্কে ছিঁড়ে গেল
অবিচ্ছেদ্য সূতোর বাঁধন,
অট্টহাসিতে নির্বাক হল সবাক চরিত্রেরা
বিঘ্নিত পুতুলনাচের ইতিকথা…..
থমকে যাওয়া স্রোতস্বিনীর গর্ভে
মৃতপ্রায় তরঙ্গের উঠানামার দীর্ঘশ্বাস !
হারিয়ে যাওয়া অভিকর্ষে হামাগুড়ি দেওয়া
সময়ের ফিরে পাওয়ার আশা যখন প্রবলতর,
অট্টহাসি মিলিয়ে জুড়ে গেল অদৃশ্য বাঁধন…!
আবার সচল চালচিত্র
উত্তাল ঢেউয়ে প্লাবিত জনজোয়ার…
ঘরবাড়ি, সড়ক, মন্ত্রী, সান্ত্রী, প্রজা, মন্দির মসজিদ , গীর্জা, শাসন, শোষণ, তোষণ
রাজনীতি, রণনীতি, ব্যালট, হিংসা, দাঙ্গা
সবেতেই সেই সর্বশক্তিমান ঈশ্বরের সুচারু কারুকাজ…. ।
অস্তিত্বহীন জীবনের মায়াটুকুও নাকি তারই দখলে,
অর্থহীন ভাবনাদের নিছক হয়রানিতে শুধু
বিন্দু বিন্দু সিন্ধুর অপচয়!
শুধু মানুষ জানলো না স্বয়ং ঈশ্বররের অদৃশ্য সূতো
তার হাতেই বন্দী
তাই তো তার চেয়ারের প্রতিদ্বন্দ্বী আজও কুসংস্কারাচ্ছন্ন।