ভালোবাসার সলিল সমাধি — মনের কথা(বাবিয়া)।
ভালোবাসার সলিল সমাধি
মনের কথা(বাবিয়া)।
I love u বললেই সব সময় ভালোবাসা হয় না।এ তিনটে শব্দ মানুষকে হয়তো ক্ষণিকের তরে মোহগ্রস্ত করে দেয়।এই শব্দ গুলো না বললেও ভালোবাসা হয়।দুটো শরীর এক না হলেও ভালোবাসা হয়।দুটো আত্মার মেলবন্ধন ই ভালোবাসার নীড় সাজিয়ে তুলতে পারে।মনের কোণের গভীর অনুভূতি গুলো রাত জেগে কানের কাছে ফিসফিসিয়ে অনেক কথা বলে দিয়ে যায়।যে তোমায় ভালোবাসবে,সে তোমার সব টুকু নিয়েই ভালোবাসবে।হুম।রাগ অভিমান ঝগড়াও করবে।কিন্তু তোমায় ছেড়ে বেশী দিন থাকতে পারবে না।একটা সময়ের পর সে খুঁজবে তোমায়।ভীষণ ভাবে খুঁজবে।হয়তো তুমি ignore করবে।একটা সময় অবহেলিত হোতে হোতে সে চুপ করে যাবে।কিন্তু তাঁর অন্তরে সে যে ভালেবাসার প্রদীপ টা প্রজ্জ্বলিত করেছে সেটা কখনওই নিভবে না।কারণ ভালো লাগা আর ভালোবাসা, প্রেম এই জিনিষ গুলো শুনতে একরকম হলেও কিছুটা তফাৎ আছে বৈ কি?ভালোবাসা থাকলে সেই মনের আগুণ টা অতো সহজে নেভে না।শরীরের আগুণ তো যে কেউ নেভাতে পারে।তাই যে তোমায় ভালোবাসবে সে তোমার ইচ্ছে তেই একদিন তোমার ভালোর জন্যই হয় তো অনেক দূর চলে যাবে।বার বার কাছে এসেও যখন তোমার দুটো হাত শক্ত করে ধরতে পারবে না।তখন সে কিই বা করবে?তখন তো তাকে নিরস্ত হোতেই হবে।হয়ে যাবে একটা আরও ভালোবাসার নীড়ের সমাধি।যে টা গড়তে তো পারাই যেত অনায়াসেই।কিন্তু কিছু মানুষের জীবনে তো ভালোবাসার ঘর হয় না।তাই না?শুধুই পড়ে থাকে ভালোবাসার এক সলিল সমাধি।
মনের কথা(বাবিয়া)।