উত্তর — স্বপ্না সাহা
উত্তর
স্বপ্না সাহা
আমি আজও গোধূলির বিকেলে
আমাদের সেই পরিচিত ঠিকানায়
এসে বসে থাকি।
নিঃসঙ্গতার সিঁড়ি বেয়ে বেয়ে
আমি ক্রমশ নীচে নামতে থাকি।
নদীর ঢেউ আঁছড়ে পড়ে আমার
পাথুরে হৃদয়কে করাঘাত করে কতোবার।
আমার সব আকুলতা আমি নিজের হাতে
তুলে দিয়েছি নৌকায় অতি যতনে।
নদীর জলে ছলাৎ ছলাৎ শব্দে
নৌকাখানি চলে যায় দূরে বহুদূরে।
তোমার আমার স্বপ্নময় সেই দিনগুলো,
সিঁদুরে লালের ছোঁয়ায় মিলিয়ে যায়
গোধূলির হৃদয় ভাঙা আকাশে।
তবু আমি প্রতিদিন উত্তর খুঁজতে
চলে আসি আমাদের পরিচিত সেই ঠিকানায়।
প্রশ্ন শুনে উত্তর আজও নির্বাক।
আমি স্পষ্ট দেখতে পাই
নদীর বুকের পাথুরে ক্ষতগুলো
আমার বুকের মধ্যে মিলেমিশে
কেমন এক বেহাগী সুরে বেজে যায়।
আর অপেক্ষায় থেকে যায়
আমার সেই উত্তর।।