খণ্ডিত মানচিত্র —- রণজিৎ রায়
খণ্ডিত মানচিত্র
রণজিৎ রায়
অখণ্ড আকাশের নীচে একটুকরো খণ্ডিত মানচিত্র
মুহুর্মুহু বেয়নেটের খোঁচাখুঁচিতে রক্তাক্ত
সন্ত্রস্ত প্রকৃতি অন্যের ইচ্ছাধীন ;
আগ্নেয়গিরির লাভার মতো ঘন কালো উষ্ণ স্রোত
মিসাইলের আক্রমণ সীমান্তে নয় রাজপথে
নারীত্ব এখানে ভাঙা কাঁঠাল,
কামনার উত্তাপে ভালোবাসা নিশ্চিহ্ন
ক্রোধের আগুনে নারী ও শিশুর কোমলতাপুড়ে ছাই
মুখে মোলায়েম হাসিতে সংশোধনের বার্তা
ভেতরে রক্তের হোলি খেলা
যার কাঁধে আকাশটার ভার ছিল
বাতাসে বারুদের গন্ধ শুঁকেই ধপাস করে ফেলে
অন্য গ্রহে পলায়ন,
কল্পনার ঈশ্বর কালো ধোঁয়ার আড়ালে লুকিয়ে
মুহূর্তে বিলীন হয়ে যায়
রেফারি খেলা শুরু করে মাঠ ছেড়ে পলায়ন
সীমানার বাইরে কোচের তর্জন গর্জন
নিজের বৃত্তে দাড়িয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করে
অব্যর্থ হুমকি দেয়
এগিয়ে গিয়ে মোকাবিলা করার ফুসরত নেই
সাহিত্য-সঙ্গীত নেই, এক উত্তপ্ত বারুদের মরুভূমি !
অমাবস্যার ধুধু প্রান্তরে কয়েকটি মিটমিটে জোনাকি
সাহসে ভর করে এগিয়ে যায়
গা বাঁচিয়ে অন্য গ্রহের কেউ কেউ প্রত্যাশা করে
যদি জোনাকি নক্ষত্র হয়ে ওঠতে পারে,
অমাবস্যা ভীত শেয়ালের মতো পালিয়ে যাবে,
ভরপুর জ্যোৎস্নায় ভরে ওঠবে মানচিত্র
ঈশ্বর কল্পনার জাল ছিড়ে ফিরে এসে চক্র ঘোরাবে !
লক্ষ দর্শকের রাজপথে অভিনয়ের কতো ছড়াছড়ি
অলস বিকেলে জ্বলন্ত মোমবাতি নিয়ে হাঁটাহাঁটি
অক্ষর-শব্দের জাদুকরিতে উজ্জ্বল পৃষ্ঠার পর পৃষ্ঠা
পাড়ার চায়ের কাপে সাইক্লোন
নিজেদের মানবিক প্রতিচ্ছবি মাধ্যমে ঝলসে ওঠলে
গৌরবে ফুলকো লুচিতে কামড় বসাতে পারবে—