কবিতার দাবি—– সুপর্ণা হোড়।
কবিতার দাবি।
সুপর্ণা হোড়।
8/2/21
খবর এল তোমার নতুন বই
এসেছে বাজারে।
একছুটে বুকস্টলে।
হাঁপাতে হাঁপাতে শুধোলেম,
” আচ্ছা আমার প্রিয় কবির বইটা আছে?”
দোকানদার এগিয়ে দিতেই,
বই হাতে নিয়ে প্রান ভরে গন্ধ নিলেম।
তোমার নতুন কবিতা গুচ্ছমালার
পঞ্চাশ টা কবিতার সংকলন।
শোয়ার ঘরের কপাট বন্ধ করে
পাতার পর পাতা উল্টে খুঁজে চলেছি।
গোলাপ যুথিকা চন্দ্রমল্লিকার ভীড়ে
কোথায় আমি?
না পেলাম না,
তোমার বহুমূল্য শব্দের অক্ষরে কোথাও
যেন আলতো আবছাও নেই এইজন।
কলমের আঁচড়ে গোটা
পৃথিবীর রঙ ধরা পড়েছে,
বাদ শুধু আমার রূপকথা।
মনে হয় একদিন
উদভ্রান্ত চেহারায় ছুটে যাই তোমার সম্মুখে।
দুচোখ ভরা জলে অস্ফুট কম্পিত অধর।
বিদু্্যতের ঝলকানির আলোয় পড়বে কি মনে
একান্ত স্মৃতির পরিচিত দু- নয়ন?
সত্যি যদি এমনই হয় কবি—,
তবে আমার ইচ্ছের মর্যাদায়
পঞ্চাশ টা কবিতা দিও
পরের সংস্করণে;
যেখানে তোমার কবিতার সারা অঙ্গজুড়ে
মাধবীলতার মত জড়িয়ে ভেসে থাকবো আমি।