বিশ্বাস কলমে: শুভা গাঙ্গুলি
বিশ্বাস
কলমে:শুভা গাঙ্গুলি
জীবনের পথে চলতে চলতে
ঠোকর খেয়েছি যত,
তবুও তোমায় স্মরণে রেখেছি
বিশ্বাসে অবিরত,
কখনো পেয়েছি অকারণ ব্যথা,
হতাশা,বেদনা আকুল,
কখনো আবার অযাচিত প্রেমে
বিশ্বাস অনুকূল,
তীব্র আঘাতে কপাট ভেঙেছে,
ঢুকে গেছে বেনোজল,
প্রাণ করি পণ, তবুও লড়েছি
বিশ্বাসে অবিচল,
তুমি ভগবান, ভরসার স্থান,
এটাই আমরা জানি,
তবু অনাচার সয়ে যেতে হয়,চারিদিকে রাহাজানি,
জানি এ সত্য, মিথ্যার জোর
প্রথমে সফল হয়,
ধৈর্যের বাঁধ ভাঙলেই তবে সত্য কায়েম হয়।।