**স্বাধীনতা*** ***মধুমিতা ধর***
***স্বাধীনতা***
***মধুমিতা ধর***
স্বাধীনতা দিবস মানে কি শুধুই দীঘা, মন্দারমনি!
অথবা স্ত্রী পুত্রের হাত ধরে দেদার উল্লাস যাপন!
যেন কত অনায়াসে লব্ধ এই স্বাধীনতা নামক বলটি যা অতি সহজেই আমাদের কোর্টে এসে ঢুকে পড়েছে।
শুধু রাজনৈতিক নেতারাই সাড়ম্বরে পালন করে চলেছে এই স্বাধীনতা নামক প্রতারণা।
অথচ আজকেও পদে পদে খন্ডিত হয় নারীর স্বাধীনতা।
নারী দেখলেই শরীর জেগে ওঠে কিছু নরাধম পশুর….
রক্তাক্ত হয় নারী না হয়ে ওঠা শিশুকন্যাও।
পথশিশু ডাস্টবিনের উচ্ছিষ্ট থেকে খুঁজে নেয় বাঁচার রসদ
প্রতিরাতে স্বপ্ন ভাঙে—–
প্রতারিত হয় মনুষ্যত্ব
তবুও আমরা স্বাধীন
স্বাধীনতা আমাদের বড় প্রিয় শব্দ
আর কতকাল আমরা স্বাধীনতার অর্থ না বোঝার ভান করে থাকব!!