স্বাগতম স্বাধীনতা —– তুলি মুখার্জি চক্রবর্তী
স্বাগতম স্বাধীনতা
তুলি মুখার্জি চক্রবর্তী
স্বাধীনতা তুমি রক্ত ঝরানো, অধিকার সম্মান
স্বাধীনতা তুমি প্রাণের বিনিময়ে, আমাদের স্বাভিমান
স্বাধীনতা তুমি দগ্ধ হয়েছ বিদেশী অত্যাচারে
স্বাধীনতা তুমি নীরব সয়েছ, নিষ্ঠুর ছারখারে
স্বাধীনতা তুমি শিরায় শিরায়, ছড়িয়েছিলে জেদ
স্বাধীনতা তুমি ধর্ম হয়েই, ভুলালে জাতি ভেদ
স্বাধীনতা তুমি দেখতে পাচ্ছ?? কি অসহায় দেশ!!
স্বাধীনতা তুমি তাকিয়ে দ্যাখো, দুঃখেও হাসি বেশ
স্বাধীনতা তুমি জানো কি? সবাই স্বাধীন নয়
স্বাধীনতা তুমি শোনো, আজ সত্যি বলতে ভয়
স্বাধীনতা তুমি জানো?? মৃত মৌলিক অধিকার
স্বাধীনতা তুমি জানো, চাপা পড়ে কত হাহাকার
তবু
স্বাধীনতা তুমি এসো, সরিয়ে সব আঁধার
স্বাধীনতা তুমি এলে, প্রতিশ্রুতি বাঁচার
বরণ করব তোমাকে আমরা, শ্রদ্ধায় সম্মানে
মাথা উঁচু করে বুঝতে চাই, স্বাধীন হবার মানে