২২শে শ্রাবণ / বাণী চন্দ দেব

২২শে শ্রাবণ / বাণী চন্দ দেব
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

সেদিন শ্রাবণ আকাশ আকুল কেঁদেছিল
রাজপথে সমুদ্র আছড়ে পড়েছিল
বাতাস কিন্তু ফিসফিস তোমার হাত ধরেছিল…..
চিৎপুর থেকে নিমতলা –
তোমারি সঙ্গীতে কণ্ঠ দিয়েছিল সমুদ্র দেবতা
” ঐ যে তিনি ঐ যে বাহির পথে…”
সত্যি কি তুমি চলে গেলে?
এভাবে কি যাওয়া যায়?
অলস দুপুরে ” গল্পগুচ্ছে”
প্রেমে, বিরহে, অভিমানে, অনুরাগে….
কুড়িয়ে নিই তোমাকে
গুছিয়ে নিই হৃদয়ে
” আমার পরাণ যাহা চায়
তুমি তাই গো… ”

☔🌧️☔🌧️☔🌧️☔🌧️☔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *