কালো মেয়ের আকুলতা— সুপর্ণা হোড়।
কালো মেয়ের আকুলতা।
সুপর্ণা হোড়।
ভীষণ দূরে পাহাড়ে জংলীফুলগুলো,
সারি সারি রঙের বাহারে।
প্রস্ফুটিত হয় দিনের পর দিন।
আবার একলা একলাই ফুলগুলো মরে ঝড়ে যায়।
পায় না ফুলগুলো কারো হাতের মোলায়েম স্পর্শ,
স্থান নেই ঠাকুরের চরণে,
সাজে না গৃহিণীর ফুলদানিতে।
তবে কি আমিও ঐ জংলীফুলগুলোর মতো!
আমারওতো ভীষণ সখ ছিল
নতুন বধূর বেশে পানপাতা মুখে
ছাদনা তলায় বরের গলায় মালা পড়াতে।
ফুল শয্যার রাতে বরের একান্ত সোহাগী হতে।
একদিন ভীষণ ভালোবেসেছিলাম যাকে,
তার কাছেতো আমার জন্য ভালোবাসাতে ছিল
কাঁটাতারের বেড়া।
তবে হ্যাঁ তার পিপাসা ছিল অন্য অঙ্গিকে।
ভেসে যেতে পারি নি সেই সর্বনাশের পথে।
আমার বোধ আমাকে নিষ্কৃতি দিয়েছিল।
আজ আমি পঞ্চাশের একলা নারী।
আমি ঐ জংলীফুলগুলোর মতো
রঙ ছড়িয়ে দি অনাথ
শিশুগুলির মুখের হাসিতে।
আজ আর আমি তৃষ্ণায় কাতর
হয়ে উঠি না ঐ বাসর ঘরের সুরের জন্য।
আমি ফুরিয়ে যাই নি…