অপরূপা তুমি ——-দুলাল কাটারী
অপরূপা তুমি
দুলাল কাটারী
তোমার রূপ বর্ণনার ভাষা খুঁজতে গিয়ে আমার লেখনি দিশেহারা হয় বারবার।
সোনার চরণ দুখানিতে রূপোর নুপূরের সৌন্দর্যে
আর হৃদয় বিদীর্ণ করা গুঞ্জরণে
আমার মনকুঞ্জ আবেগ পুষ্পে ভরে ওঠে।
সোনার বরণ মেখলা তোমার চঞ্চল শাড়িকে
ব্যাকুল প্রেমিকের মতো দু-হাত দিয়ে জড়িয়ে ধরে
মনের আকুতি প্রকাশে ব্যস্ত।
তোমার চাঁদ বদন দেখে প্রদীপের আলো মুখ লুকোয় বারবার।
তুমি সদ্যস্নাতা তাই কপালে টিপ টাই কেবল নেই,
আর সবই তো যথাযোগ্য স্থানে সম্মান পেয়েছে!
তুমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে, চুল শুকিয়ে,খোঁপা বাঁধবে;
সৌন্দর্যে ভরা ফুল দিয়ে কারুকার্য করে।
কিছু ছোটো ছোটো আদুরে লাইন বসিয়ে
তোমাকে স্পর্শ করার চেষ্টা করবে তোমারই প্রিয় কবিরা।
ভালোবাসার যে চোখ দুটো হয়…
একটু আলাদা রকম দেখতে সেই চোখ দুখানি,
আমি,
ও চোখের আওতায় এখন জল্পনার ভাষা খুঁজি…
তোমার বিরহে বিরহীরা কি কোনো দিন বাসা বাঁধার স্বপ্ন দেখে?
আমি কিন্তু মহাশূন্যে একখানা বাসা বেঁধেছি…
সেই শূন্যে বাঁধা বাসাতে কি কোনো দিন কোনো পাখি সংসার গড়ার স্বপ্ন দেখবে?
উত্তরটা জানা থাকলে জানিও, বউঠান…