“আমার শহর ” কবি ফাল্গুনী গিরি
“আমার শহর “
কবি ফাল্গুনী গিরি
ছেঁড়া স্বপ্নের চিরকুট, উড়ছে বিষণ্ণ বাতাসে…
কিছু স্বপ্ন ছুঁয়ে আছে আমার ধূলোমাখা শহর।
কোথাও কি কেউ ভালো নেই?
সাদা পাতায় কেটে যাচ্ছে আঁচড়।
টুকরো স্মৃতি কড়া নাড়ে দরজায়!
আলতো হাসি মেখে নেয় রোজ…
কতশতজন দ্যাখে মাটির নীচে চাপা পড়ে আছে তার নিথর দেহ।
সেই মাটিতে উড়ো বাতাস,
বীজ ছড়িয়ে ফুল ফোটানোর চেষ্টা করে চলে।
এই নিয়েই, আমার শহর এখনো বাঁচে
ভালোবাসার উষ্ণ আঁচে।।