ময়ূরপঙ্খী বৃষ্টি ভেজা মন —– বোধিসত্ত্ব
ময়ূরপঙ্খী বৃষ্টি ভেজা মন
বোধিসত্ত্ব
একরত্তি সাদা মেঘ উড়ে গেলে আমিও তার সাথে বিভোর হয়ে উড়ি।
এমন বর্ণমালার খোলা হাওয়া স্পর্শ করলে মনটা ঈশ্বরের আলো মেখে মহর্ষি হয়ে যায়।
আকাশ ছুঁতে না পারার সকল অনুচ্চারিত অবসাদ দিঘল দরিয়ায় সুকান্ত ছায়ার কাছে মহীরুহের দীক্ষা নেয়।
যতবার নিজের সামুদ্রিক পরিচয়টা খুঁজে পেয়েছি ততবারই আমি প্রাচীর ভেঙেছি।
গলি থেকে রাজপথ পরিক্রমা শেষে নরম ঘাসের সকল কারসাজি বুকের ভাঁজে ভাঁজে নিয়ে আমি প্রস্থানের পথিক হতে চাই।
ময়ূরপঙ্খী বৃষ্টির কাছাকাছি চলে গেলে এ জন্মে আর কোনো ঋণ থাকে না ,
থাকে না পাওয়া না পাওয়ার ব্যবধানটুকুও।