## কবিতার নাম : সৃষ্টি সুধা **** মালা মুখোপাধ্যায়
## কবিতার নাম : সৃষ্টি সুধা
মালা মুখোপাধ্যায়
শ্রাবণে “বর্ষা ঘনঘোর”
আকাশের চরিত্র বোঝা দায়
এই আছে এই নাই।
জমাট বাঁধল নিমেষে
অঝোর ধারায় নামল শেষে
নদী নালা খাল বিল মাঠ ঘাট
কিশোরীর রূপে লাস্যে
হাতছানির ডাক।
আকাশের পাগলামী
দিনকয়েক পরে
নিরুদ্দেশে।
সূর্যের তেজে
ধরনী ঝলসে
বৈরাগিনী
তীব্র অভিমানে।
শরতের আকাশ জুড়ে
রঙের মেলা
করে আনাগোনা
পৃথিবী গর্ভবতী
সোনালী ধানে।
মাঠে ঘাটে জলে স্থলে
মায়ের আগমনী রূপে
বিভোর বিশ্ব চরাচর।
আকাশের লুকোচুরি
বৃষ্টির আহ্লাদীপনা
নিত্য নতুন রূপে
অবনীর বুকে এঁকে দেয়
নতুন নতুন আলপনা।
মালা মুখোপাধ্যায়
২৩.৭.২০২১.
১২-৩৫ এ.এম.