#মধ্যবিত্ত #কলমে: অর্নব পাল
#মধ্যবিত্ত
#কলমে: অর্নব পাল
মধ্যবিত্তের স্বপ্নেরা চাপা পড়ে কারণ চাপা পড়া টাই ভবিতব্য। তারা চাপা পড়ে বাবার সুগার এ, মায়ের ছানিতে। তারা চাপা পড়ে বড়দিদির শ্বশুরবাড়ির মাইক্রো ওভেনে, ছোট ভাইয়ের সেমেস্টার ফিস এ।
যখন ভুজের ধ্বংসাবশেষ থেকে তারা আবার মাথা তুলতে চায়, আম্ফান হয়ে আসে ” আমার মেয়েকে সত্যি বলতে আমরা কুটো টি নাড়তে দিই নি। ও তো শুধু পড়াশোনা করেছে। তুমি তো আমার ছেলের মতো। তাই….!!!” স্ট্রিট লাইট নিভানো রাস্তায় যখন সেই স্বপ্ন রা জোনাকি হয়ে জ্বলে, সুপুরি গাছের মাথার চাঁদ যখন স্নিগ্ধ আলোর ভরসা জাগায়, রাতের শান্তি খান খান করে দেয় হুতুম পেঁচার ডাক,” চাল বাড়ন্ত আর উনি কিনা আড্ডা মেরে এলেন”। মধ্যবিত্তের স্বপ্নেরা চাপা পড়ে কারণ চাপা পড়া টাই দস্তুর। জীবন সায়াহ্নে তারা চালশে পড়া চোখ কে আরো ঝাপসা করে দেয়, ডায়ালিসিস করা কিডনি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
মধ্যবিত্তের স্বপ্নেরা চাপা পড়ে কারণ মধ্যবিত্তের স্বপ্ন দেখা বারণ!