#এইতো জীবন# #মধুমিতা সরকার

#এইতো জীবন#
#মধুমিতা সরকার

হঠাৎ যদি জীবন ফুরায়
কি আর এমন হবে?
পরজন্মে ঠিক তোমার সাথে
আবার দেখা হবে।

আবার তুমি চশমা এঁটে
মুখটি করে ভার
করবে শুধু গোমড়া মুখে
অফিস – বাজার….

বলবো আমি, এজন্মে ত
একটুখানি হাসো
সব অভিমান সরিয়ে দিয়ে
ভালোবাসায় ভাসো।

দুচোখ মেলে চেয়ে দেখো
নতুন আকাশটাকে
ভালোবাসার ভূবন তোমায়
দু-হাত মেলে ডাকে।

যাওয়া-আসা চলতে থাকুক
রইবে চির-আশা
রইবো আমি, রইবে তুমি
রইবে ভালোবাসা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *