মন খারাপের ভীড়ে —— স্বপ্না সাহা
মন খারাপের ভীড়ে
স্বপ্না সাহা
তুমি যখন আমার হাতটি ছেড়ে
চলে গিয়েছিলে অন্য গ্ৰহান্তরে
আমি তখন একলা নদী হয়ে
বয়ে চলেছি দূরে বহুদূরে।
তুমি যখন অন্য ভালোবাসায়
সদা ব্যস্ত অন্য করো নীড়ে,
আমি তখন কবিতা লিখি
আমার মন খারাপের ভীড়ে।
তুমি যখন অন্য রাত বিছানায়
উষ্ণ আলিঙ্গনে হারিয়ে যেতে থাক,
আমি তখন রাত বালিশে কান্না লুকিয়ে
বিনিদ্র চোখে দাবানল আঁকতে থাকি।
তুমি যখন সুখের পায়ে ভর করে
ঘর বাঁধছো সুখের আঙিনায়,
আমি তখন দুঃখের পায়ে হোঁচট
খেতে খেতে দাড়াই নিজের ঠিকানায়।
তোমার ছেড়ে যাওয়া হাতের জন্য
আমি আজ আর অপেক্ষায় থাকি না,
এলোমেলো স্বপ্নকে দুঃখের মালা করে
শক্ত পায়ে উঠে দাড়াই, আর ভাসি না।
একাকীত্ব আর মনখারাপের দলেরা
আমায় বুঝিয়েছে আমার গুরুত্ব,
তোমার কাছে যে কিছুই নয়
আমার কাছে আমি সর্বশ্রেষ্ঠ।।